উন্নয়ন কাজের জন্য আবেদন
আলহামদুলিল্লাহ।
আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানী ও দয়ায় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান "রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা” ২০০৫ থেকে সুনামের সাথে একনিষ্টভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনাদের দু'আ ও নেক নজরের বরকতে মাদরাসা উত্তর উত্তর উন্নতির দিকে যাচ্ছে। বর্তমানে ছয় শতাধিক ছাত্রী অধ্যায়নরত আছে। প্রতি বছরেই ছাত্রী সংখ্যা বৃদ্ধি হওয়ায় আবাসন ব্যবস্থা সম্প্রসারণ করার প্রয়জন দেখা দেয়।
আলহামদুল্লিাহ! বর্তমানে দু'তলা বিশিষ্ট ভবন দুটির তৃতীয় তলা নির্মাণের কাজ চলমান রয়েছে। যার সম্ভাব্য ব্যয় ৬০ লাখেরও বেশি।
অতএব উক্ত ভবন নির্মাণ সহ মাদরাসার যাবতীয় কাজে অংশগ্রহণ করে দুনিয়া ও আখিরাতে কল্যান লাভ করার জন্য সকল শুভাকাঙ্খির প্রতি বিনিতভাবে অনুরোধ করছি।
নিবেদক
কার্যনির্বাহী কমিটির পক্ষে
মাওলানা তাওহীদুল ইসলাম
মুহতামিম- রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা মাদরাসা।
মোবাইল: ০১৯১১-৮৯২১৪০ (বিকাশ/নগদ)