বিশ্ব ইজতিমা-২০২৪ সফল হোক

 

প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ নদীর তীরে উলামায়ে কেরাম ও মুরব্বীয়ানে এযামের রাহনুমায়ীতে ২,৩,৪ এ ফেব্রুয়ারি ২০২৪ঈ. অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। মুসলমানদের মাঝে ঈমানী চেতনা জাগ্রত করার এবং দ্বীনমুখী জীবনের আগ্রহ পয়দা করার দাওয়াত নিয়ে প্রতিবছর আমাদের দেশে এই ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে।ঈমান ও ইয়াকীন যেমন ব্যক্তিকে সকল অন্যায় ও পাপাচার থেকে বিরত রাখে তেমনি সকল ন্যায় ও কল্যাণে উদ্বুদ্ধ করে। একজন ঈমানদার মানুষ শুধু ব্যক্তিজীবনেই আদর্শ মানুষ হন না, তিনি তার চারপাশের জগতের জন্যও হয়ে থাকেন আল্লাহর বিশেষ রহমত।

আল্লাহর ভয় ও আখিরাতে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি , পার্থিব পদ-পদবী, অর্থ-বিত্তের মোহ-জাল থেকে বেরিয়ে এসে আখিরাত ও সুন্নতমুখী জীবন-যাপনের গুরুত্ব এবং পার্থিব স্বার্থে পরস্পরের হক নষ্ট করার পরিবর্তে আখিরাতের স্বার্থে একে অপরের হক রক্ষার তলব অর্জন করার জন্যে আল্লাহর রাস্তায় বের হওয়াই হচ্ছে ইজতেমার মূল লক্ষ ও উদ্দেশ্য।  

এর জন্য আল্লাহ তাআলার কাছে যেমন দুআ ও রোনাজারি প্রয়োজন তেমনি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মেহনত-মুজাহাদাও প্রয়োজন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজতিমার ইহতিমাম ও গুরুত্ব বুঝার  তাওফীক দান করুন।

এরই ধারাবাহিকতায় এ বছর রাহেলা মাদরাসা তার এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে একটি বড় জামাত ইজতিমার ময়াদানের উদ্দেশ্যে রওনা হবে ইনশা-আল্লাহ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url