আগামী ০৭ জানুয়ারী ২০২৫ঈ. রোজ মঙ্গলবার আমাদের খতমে বুখারী ও বার্ষিক ওয়াজ মাহফিল
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন
শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দা. বা.
মহাসচিব- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
বাদ যোহর বুখারী শরীফের শেষ সবক ও নসিহত পেশ করবেন
শাইখুল হাদীস আল্লামা রশিদ আহমাদ দা. বা.
মুহতামিম- মেরাজনগর মাদরাসা ও শাইখুল হাদীস- অত্র মাদরাসা
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন
আলহাজ্ব মোঃ আকতার হোসেন মোল্লা
সভাপতি- অত্র মাদরাসা, চেয়ারম্যান- ধীপুর ইউনিয়ন পরিষদ
আরজগুজার
মাওলানা তাওহীদুল ইসলাম কিশোরগঞ্জী
মুহতামিম- অত্র মাদরাসা। ০১৭২০-৯৪২২২২
আল্লাহ তা'আলা যেন আমাদের উক্ত অনুষ্ঠানে ভরপুর কামিয়াবী দান করেন।
সকলের নিকট আন্তরিক দু'আ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
রাউৎভোগ এলাকার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান রাহেলা বেগম আদর্শ মহিলা মাদরাসা বলা বাহুল্য প্রতিষ্ঠাতার চিন্তা অনুযায়ী গোড়া থেকেই একে বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দের অনুসরণে কওমী মাদরাসা হিসাবে গড়ে তোলার নীতি গ্রহণ করা হয়। আজ এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার শত শত বালিকারা দ্বীনি শিক্ষা গ্রহণ করছে এবং মহিলারাও পাচ্ছে সঠিক পথের সন্ধান।
তাই এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে আন্তরিকন দোয়া কমনা করি আল্লাহ তালা যেন দ্বীনের এই মারকাজকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমীন।
এই বছরের ফারেগীন ছাত্রীদের অভিভাকদের প্রতি দাওয়াত রইল আপনি আপনার সন্তানের বিদায়ী অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করবেন।
এবং আমাদের প্রাক্তন ছাত্রীদের প্রতি রইল দ্বীনি দাওয়াত।